1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার লক্ষীপাশা শাখা, গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মনির খান লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ! এখানে দুস্থ ও অসহায় মহিলা গ্রাহকদের কে আর্থিক সফলতা লাভের জন্য স্বল্পকালীন মেয়াদী লোন প্রদান করা হয়। লোন সংক্রান্ত বিষয় নিয়ে মাঠকর্মী সানু ও ম্যানেজারের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে।

উক্ত প্রতিষ্ঠান আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার কর্তৃক একজন গ্রাহক কে ১ বছর মেয়াদী একটি লোন দিয়ে থাকেন এবং মাসে ৪টি কিস্তি দিতে হয়, বছরে প্রায় ৪৬ টি কিস্তি পরিশোধ করতে হয়,তার মধ্যে গ্রাহকদের বিভিন্ন সমস্যার কারণে ৪/৫ টি কিস্তি খেলাপি হয়ে যায়!

এটা জেনেও মাঠকর্মী ও ম্যানেজার পুনরায় ওই গ্রাহককে লোন দিবে প্রতিশ্রুতি দিয়ে পূর্বের লোন মেয়াদ ১/২ মাস থাকতেও সেটা অগ্রিম টাকা নিয়ে বই পরিশোধ করে ও পূণরায় লোন দিবে বলে সঞ্চয়ের টাকা ও গ্ৰহন করেন! লোন দিবেন বলে ওই গ্রাহককে প্রতিশ্রুতি ও দেন। পরবর্তীতে ওই গ্রাহক কে লোন না দিয়ে তার সাথে নয় ছয় করে তাকে হে-নস্থো করা হয়েছে। এমন ধরনের অভিযোগ লক্ষীপাশা এলাকার অগনিত লোন গ্রাহকদের রয়েছে। লোন গ্রাহকরা আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মহোদয় কে বিষয় টি খতিয়ে খতিয়ে দেখার জন্য অনুরোধ করেন! যাহাতে আর কোন গ্রাহক হেনস্তা না হতে হয়।

এই প্রতিষ্ঠান নামে মাত্রই অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে এই প্রতিষ্ঠান একটি চক্রবৃদ্ধি সুদ বাণিজ্যিক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের মাঠ কর্মী সানু কে একটি লোন সংক্রান্ত বিষয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকদের লোন দেওয়া যাবে না, এটা উপরের নির্দেশ। তার ওই কথার জবাবে চিঠি দেখতে চাইলে সেটা তার পকেটের বানোয়াট ও মিথ্যা আদেশ ছিল ,যেটা ম্যানেজারের কথার মাধ্যমে প্রমাণিত হয়।

একজন গ্রাহকের প্রশ্ন: উক্ত প্রতিষ্ঠানের মহোদয়ের কাছে, আপনি যদি রাজনীতির লোক ও সাংবাদিক বাদ দিয়ে লোন দিতে চান তাহলে তো আপনি গ্রাহক খুঁজে পাবেন না। নিশ্চয়ই আপনার প্রতিষ্ঠানে লোন দিতে মঙ্গল গ্রহ থেকে লোক খুঁজে আনতে হবে।

লক্ষ্মীপাশা এরিয়ায় বেশ কিছু গ্ৰামের মহিলা গ্ৰাহকদের কে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ১/২ মাসের অগ্ৰিম ১৫থেকে ২০ হাজার টাকা ও সঞ্চয়ের টাকা নিয়ে লোন দিবেন বলে আশ্বস্ত করেন,ও পরবর্তীতে তাকে লোন না দিয়ে প্রতারণা করে বিপাকে ফেলেছে। অথচ ওই মহিলা গ্ৰাহক ৪/৫ জন থেকে ১৫/২০ হাজার টাকা ধার দেনা করে এনে জমা দিয়েছে উক্ত প্রতিষ্ঠানে।, তাদের কে হয়তোবা বলেছে সামনে কেন্দ্রের দিন লোন হবে ওই দিন টাকা টা দিয়ে দিবো।

কিন্তু যখন ওই গ্ৰাহক কে লোনটা না দেওয়া হয়, তখন ওই গ্রাহকের কি পরিস্থিতি হয়, এটা মনে হয় সকলে ই অবগত আছে। এ ছাড়া ও মাঠ কর্মী সানুর ও ম্যানেজারের অনিয়ম কে সুধীজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যে প্রতিষ্ঠানে মহিলা ছাড়া লোন দেওয়া হয় না, কিন্তু সেই প্রতিষ্ঠানে কেন পুরুষ কে দিয়ে লোন লেনদেন করানো হচ্ছে!

উক্ত বিষয় নিয়ে একজন মসজিদের ইমাম সাহেব বলেন, এনজিও প্রতিষ্ঠান গুলো তো ইসলামের পরিপন্থী কাজ করছে, জামাতে ইসলাম ক্ষমতা আসলে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park