1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় কাঠ বোঝাই অবৈধ লাটা উল্টে পড়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম।

লোহাগড়ায় পথসভায় জামাত ইসলামের আমির সকল ধর্মের মানুষদের নিয়ে দেশ গড়তে চান 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান বিশেষ প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় জামায়াত ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে হাজার হাজার মানুষ ও নেতাকর্মীদের ঢল!

রবিবার (১ ডিসেম্বর) বেলা ১২টায় লক্ষীপাশা চৌরাস্তায় জামায়াত ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে নেতা কর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা শেষে তিনি একটি পরিচ্ছন্ন বক্তব্য দেন, বক্তব্যে বলেন, ৪-৫ মাস আগেও আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা ও কথাবার্তা বলতে পারি নাই, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার পুরো বাংলাদেশটাকে জালিমের কারাগারে রূপান্তর করেছিলেন। আজ আমরা শত শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নতুন স্বাধীনতা, পেয়েছি নতুন বাংলাদেশ!

তিনি আরো বলেন, যারা দেশকে ভালো বাসে তারা কখনো ই দেশ থেকে পালাই না! আমরা আমাদের দেশকে ভালবাসি বলেই গত ১৫ বছর ধরে নির্যাতন নিপীড়ন সহ্য করে শত শত নেতাকর্মী কে হারিয়ে ও বাংলার মাটি আঁকড়ে ধরে পড়ে থেকেছি! আমরা এমন একটি দেশ দেখতে চায় যেখানে কারোর কোন কিছু দাবি করা লাগবে না, মসজিদ, মন্দির,মঠ, গির্জা, পাহারা দেওয়া লাগবে না।

বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে একটি জনপ্রিয় বাংলাদেশ বিনির্মাণে কাজ করা হবে,সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ। মা বোনদের উদ্দেশ্য করে বলেন,আপনারা নির্দ্বিধায় বিনা সংকোচে যতদুর সম্ভব পর্দা মেনে আপনাদের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করবেন।

স্বাধীন বাংলাদেশে আপনারা স্বাধীনভাবে চলাফেরা করবেন। অফিস আদালত কোন সরকারি প্রতিষ্ঠানে ঘুষ চলবে না, হিংসা-বিদ্বেষের উর্ধ্বে থেকে নতুন বাংলাদেশ গড়বেন এটাই আমাদের জামায়াত ইসলামীর প্রত্যাশা। আপনাদেরকে সাথে নিয়েই আগামী রাষ্ট্র পরিচালনায় অংশ নেব ইনশাআল্লাহ। লোহাগড়া উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা হাদিউজ্জামান এর সভাপিত্বে ও সেক্রেটারি মো: শাহাবুদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াত ইসলামের কর্ম পরিষদের সূরা সদস্য মোঃ আলমগীর হোসেন, জামায়াত নেতা মোহাম্মদ আবুল বাশার সহ প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park