1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় কাঠ বোঝাই অবৈধ লাটা উল্টে পড়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম।

ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই‌প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্টিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

ডুমুরিয়া (খুলনা) ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই স্লোগান কে সামনে রেখে সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১ তম যোগাযোগ ব্যবস্থাকে একটি দেশের অর্থনৈতিক চালিকাশক্তি বলা হয়। যোগাযোগের অন্যতম মাধ্যম হলো পরিবহন। পরিতাপের বিষয়, আজও পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। নিরাপদ সড়কের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ও মৃত্যুবরণ করছে হাজার হাজার মানুষ, নেতিবাচক প্রভাব পড়ছে চিকিৎসা খাতে এবং সার্বিক দেশের অর্থনৈতিক উন্নয়নে। সড়ক দুর্ঘটনার প্রভাবে সড়ক-মহাসড়কগুলো মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। সড়ক-মহাসড়কে চলাচল মানে জীবনবাজি রেখে চলাচল করার মতো অবস্থা হয়ে গেছে। তাই সব ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করে নিরাপদ সড়ক চাই।

নিরাপদ সড়ক ব্যবস্থার অভাবে প্রতিদিন সড়ক দুর্ঘটনা কেড়ে নিচ্ছে তরতাজা প্রাণ। মুহূর্তেই খালি করে দিচ্ছে কোনো না কোনো মায়ের কোল। অনেকে প্রাণে বেঁচে গেলেও সারা জীবনের সঙ্গী হয়ে যাচ্ছে পঙ্গুত্ব। দুর্ঘটনার কবলে পড়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে ব্যর্থ হাজারো মানুষ, অনেকে আবার সুস্থ হতে গিয়ে বাসস্থানের জমিটাও বিক্রি করে দিচ্ছে। এভাবেই চলছে এ দেশের মানুষের জীবন। যার নেতিবাচক প্রভাব শুধু দেশের মানুষের ওপরই নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নের ওপরও পড়ছে। ফলে আশানুরূপ উন্নয়নে ব্যর্থতা কোনো অস্বাভাবিক বিয়ষ নয়। নিরাপদ সড়ক ব্যবস্থা করতে পারলে এসব সমস্যার সমাধান সম্ভব হবে। অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে ও দেশের উন্নয়নে নিরাপদ সড়কের ভূমিকা অতুলনীয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার ১লা ডিসেম্বর সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা উদ্যোগে নিরাপদ সড়ক চাই উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্টিত হয়।

র‍্যালী‌টি বের করে বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে সমাবেশে সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা সভাপতি খান মহিদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা, খুলনা জেলার টি আই মাহমুদ হাসান, ডুমুরিয়া থানার ওসি তদন্ত আক্তারুজ্জামান লিটন, বাংলাদেশ জাতীয়তাবাদী খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিরাপদ‌ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা মোল্লা মোশাররফ হোসেন মফিজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার আব্দুল মালেক, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,

বক্তব্য দেন মোঃ ফরহাদ হোসেন,নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আলহাজ্ব আব্দুল কাইয়ুম জমাদার, নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শাহজাহান জমাদ্দার, ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম, আলোচনা সভা শেষে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া বাজারে লিফলেট বিতরণ করেন।সার্বিক সঞ্চালনায় ছিলেন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান বকুল।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park