নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের জোর করে জমির ফসল কাটার অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে নড়াইল লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের এ ঘটনা ঘাটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, বাহিরপাড়া গ্রামের ইসরাফিল শেখ ও তার ভাই জাহাঙ্গীর শেখ বাহিরপাড়া ও ধোপাদাহ ও লোহাগড়ায় বিভিন্ন জাগায় প্রায় ১৫ পাখি জমি দলিল ছাড়া টাকার মাধ্যমে নিজেদের নামে রেকর্ড করায় আ.লীগ সরকার থাকা কালীন মানুষের ভিটা-বাড়ী ও ফসলের জমি রেকর্ড করার, সরকার পতন হলেও তাদের ক্ষমতার কোন কুমতি নেই, তারা জোর করে মানুষের ভিটা দখল ও ফসলে জমির ধান কেটে নিয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ধোপাহাদ গ্রামের মো.খাজা ফকির বলেন, তারা আ.লীগের লোক এখানো ক্ষমতা দেখিয়ে মানুষের জমির ফসল অন্যায় ভাবে কেটে নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে বাহিরপাড়া গ্রামের মো.কওছার শেখ বলেন, আ.লীগ সরকার থাকা কালীন আমার জমিসহ আমার গ্রামের মৃত,আলেক শেখের জমি, শাফি শেখের জমি, আতিয়ার শেখের জমি, জামাল শিকদারের জমি, মাহাবুর শেখের জমি, ধোপাহাদ গ্রামের মো.হক মোল্যা ও মৃত, বিএনপির নেতা মো.মফিজুর রহমান সহ আরো অনেকের জমি দলিল ছাড়া টাকার মাধ্যমে রেকর্ড করার। মো.কওছার শেখ বলেন আমরা সবাই রেকর্ড কাটার বিরুদ্ধে এল এস টি মামলা করছি মালমা নড়াইল জজ কোর্টে চলিতেছে।
মো.কওছার শেখ আরো বলেন, লোহাগড়া থানার আমি গত, (২১ নভেম্বরে) অভিযোগ করি পরে থানা পুলিশ ইসরাফিল ও তার ভাই জাহাঙ্গীরকে ধান কাটতে মানা করেন, থানার পুলিশের কথা না শুনে,আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে আমার জমির ধান কাটে ইসরাফিল ও তার ভাই জাহাঙ্গীর তাদের সন্ত্রাস বাহিনী।পরে লোহাগড়া থানা পুলিশ এসে ধান কাটা বন্ধ করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন পুলিশ পাটিয়ে ধান কাটা বন্ধ করা হয়েছে।