শিপন খলিফা, দাকোপ প্রতিনিধি
বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে এবং চট্রগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খুলনার দাকোপ উপজেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লি বৃন্দরা।
শুক্রবার ২৯ (নভেম্বর) জুম্মাবাদ উপজেলা হেডকোয়াটার জামে মসজিদ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডাক বাংলো মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি জঙ্গী সংগঠন তা নিষিদ্ধ করার দাবি জানান। এটি শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়,এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি। গত জুলাই- আগষ্টে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পতনের পর ফ্যাসিষ্ট মতাদর্শে বিশ্বাসীরা দেশি-বিদেশী দোসরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই প্রতিচ্ছবি হলো সন্ত্রাসী সংগঠন ইসকন। আমরা এর অবসান চাই। এ্যাডঃ সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠ বিচারের জন্য সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান তারা।
এ সময় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা অজিহুর রহমান। মুফতি মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা ইমাম পরিষদের সহ-সভাপতি হাফেজ মাওলানা শাহ আলম মীর, চালনা পৌরসভা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ হোসেন, পৌরসভা ইমাম পরিষদের সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা ইমাম পরিষদের সহ-সভাপতি হাফেজ মুফতি মাওলানা মোঃ ইকবাল হুসাইন প্রমুখ। উল্লেখ্য বিক্ষোভ মিছিলে ইমাম পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিদের পাশাপাশি অংশ গ্রহণ করেন বিএনপি,জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা।