মনির খান বিশেষ প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্ৰামের মৃত্যু হালিম লস্কারের ছেলে ড্রাইভার মাফিজুর রহমান লস্কার গত ২৬ নভেম্বর রাজুপুর গ্রামের মোটরসাইকেল চালক সালাউদ্দিনের মোটরসাইকেল ভাড়া নিয়ে সে সুকৌশলে অন্য জায়গায় বন্ধক রেখে জুয়া খেলে হেরে গিয়ে আবার গতকাল ২৮ নভেম্বর রাজুপুর গ্রামের মোটরসাইকেল চালক এনামুলের মোটরসাইকেল ভাড়া নিয়ে ওটা ও অন্য জায়গায় বন্ধক রেখে জুয়া খেলে হেরে জায়।
জানা গেছে ২ টি মোটরসাইকেল বন্ধক রেখেছে ৭৫ হাজার টাকায়। ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সালাউদ্দিন ও এনামুল সময় মতো মোটরসাইকেল ফেরত না পেয়ে
ওই জুয়াড়ি মাফিজুর রহমান লস্কারের বাড়িতে যায়, এবং মোটরসাইকেল কোথায় কি করছে তার সঠিক তথ্য না পেয়ে,৬ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়ার কাছে গিয়ে বিস্তারিত তথ্য জানালে তিনি সরেজমিনে গিয়ে ঘটনাটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেন মোটরসাইকেল ২ টি কি ভাবে উদ্ধার করা যায়! পরবর্তীতে জুয়াড়ি মাফিজুর রহমান লস্কারের বাড়ি থেকে ২ টি ব্যাংকের চেক প্রদান করে নির্দিষ্ট সময় সীমা নির্ধারণ মোতাবেক মোটরসাইকেল ২ টি উদ্ধার করতে যায়।
জুয়াড়ি মাফিজুর রহমান লস্কার গত ১৫/২০দিন পূর্বে ও একই ধরনের একজন ট্রাক মালিকের গাড়ির ক্যাশের টাকা আত্মসাৎ করে জুয়া খেলে হেরে গিয়ে বাড়ির ফ্রিজ বিক্রি করে তার সমাধান করে।
মহল্লার গন্যমান্য ব্যক্তিবর্গের মন্তব্য মাহফিজুর এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড ঘটাচ্ছে, প্রয়োজনে তাদের কে মহল্লা থেকে বিতাড়িত করা হবে। সরকারি জায়গায় বসবাস করে অনৈতিক কর্মকাণ্ড করে মহল্লার পরিবেশ নষ্ট করছে এটা মেনে নেয়া হবে না। মহল্লাবাসী পুলিশ প্রশাসনের সু দৃষ্টি আশা করেছে।