খন্দকার সাইফুল বিশেষ প্রতিনিধি
নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধাঘাট দখল মুক্ত ও সীমানা নির্ধারণ করে সংস্কার করে টুরিস্ট স্পট ঘোষণার দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আদালত সড়ক এলাকায় সচেতন নড়াইলবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ঐতিহাসিক বাঁধাঘাট এলাকায় অবৈধ ভাবে বাঁধাঘাট এলাকায় ব্যারিকেড দিয়ে আটকে রাখায় সেখানে ভ্রমণ পিপাসুদের যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে। অনতিবিলম্বে বাঁধাঘাট কে দখল মুক্ত করতে হবে। মানববন্ধনে নড়াইল বাসির পক্ষে নিয়াজ মাসুদ খান হিরো, এ্যাড আল মাহবুব, জিয়াউর রহমান, জিহাদুল হকসহ অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।