1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

কেউ একজন বলেছিলো- আপনাকে ভীষন ভালোবাসি !!! 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কেউ একজন বলেছিলো-

আপনাকে ভীষন ভালোবাসি !!!

 

আমি বলেছিলামঃ-

কেন ???

 

সে বলেছিলো-

আপনার চোখ দুটো সুন্দর ,,আপনার কণ্ঠস্বর শুনতে ভালো লাগে খুব মিষ্টি করে কথা বলেন,,আপনার ঠোঁটের নিচের কালো তিল টা দেখে যে কেউ প্রেমে পড়বে আমিও তাই আপনাকে ভালোবাসি ।

 

আমি বুজেছিলাম-

এটা তার ভালোবাসা না-

এটা তার ভালোলাগা-

তাই তাকে আর ভালোবাসা হলো না ।

 

একজনকে একটা-

গোলাপ দিয়ে বলেছিলাম “ভালোবাসি” ।

তারপর কিছুদিন পর গোলাপটা তার কাছে চাইলাম ।

সে বলেছিলো-

গোলাপ টা শুকিয়ে গেছে-

গন্ধহীনা হয়ে গেছে তাই ছুড়ে ফেলে দিছি ।

 

আমি বুজেছিলাম-

সে সৌন্দর্যের প্রতীক ।

সৌন্দর্য নষ্ট হয়ে গেলে-

সে গোলাপের মতো-

আমাকেও ছুড়ে ফেলে দিবে ।

তাই তাকেও আর ভালোবাসা হয়নি ।

 

আর একজন এসেছিল-

সম্পর্কের শুরুতে তার ভালোবাসা ছিলো অসিম ।

 

কিন্তু কিছুদিন-

যেতে না যেতে ই বাড়লো তার অবহেলা ।

 

আমি বুজেছিলামঃ-

সে নতুনে মুগ্ধ ।

একটু পুরানো হলে-

তার আর আগের মতো ভালো লাগে না ।

তাই তাকে ও আর ভালোবাসা হয় নি ।

 

জীবনে-

ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে ভালোবাসার থেকে, সারাজীবন সঠিক মানুষটার জন্য অপেক্ষা করা ভালো ।

 

সে জীবনে আসলে-

আপনার সৌন্দর্য কে নয়-

আপনার ব্যাক্তিত্বের প্রেমে পড়বে ।

তার কাছে আপনি কখনোই পুরাতন হবেন না ।

 

আপনার দেওয়া গোলাপটা-

শুকিয়ে গন্ধহীনা হয়ে যাওয়ার পর ও-

যত্ন করে রেখে দিবে ডায়েরির ভাজে ।

ঠিক যেমন আপনাকে

হৃদয় মাজারে যত্ন করে রাখবে সারাজীবন, এমন কাউকে খুজে পেলে তাকে নিয়ে জীবন টাকে সাজিয়ে ফেলুন।

লেখক কাউছার জাহান কেয়া

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park