যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশী নারীকে আটক করেছে রুদ্রপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা।
বুধবার (১৩ নভেম্বর) ভোরে তাদেরকে আটক করা হয়।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
রুদ্রপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউজজামান বলেন, আজ ভোরে কিছু নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিওপির মেইন পিলার ১৭/০৭ এস এর ৩৬ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে অভিযান চালায়। এ সময় একটি ডিপ মেশিন ঘর হতে ৩ অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করা হয়।
আটকরা হলো মৃত আলম হাওলাদারের মেয়ে শারমিন আক্তার (৫৩),কামরুল হাসানের মেয়ে সানজিদা আক্তার (১৫) ও তানজিলা আক্তার (১৬)। এরা কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আব্দুল হাদী এলাকার বাসিন্দা।
নায়েব সুবেদার রবিউজ্জামান আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদে তারা জানায় ভালো কাজের আশায় তারা ভারতে যাচ্ছিল।আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।