1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

মাদক প্রতিরোধে উখিয়ায় কাজ করবে নারী ,শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কক্সবাজার থেকে:কামরুন তানিয়া

উখিয়ায় নারী ,শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে স্থানীয়করণ কর্মশালায় গঠিত এই কমিটির অন্যতম লক্ষ্য সীমান্ত উপজেলা উখিয়ায় মাদক প্রতিরোধে ভূমিকা রাখা।

বুধবার (১৩ নভেম্বর) সকালে “গ্লোবাল নেটওর্য়াক অফ উইমেন পিসবিল্ডার্স” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় উখিয়া সদরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।

স্টিয়ারিং কমিটির সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) শাহীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোজাফফর আহমদ, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক কামরুন তানিয়া, শিক্ষক সমিতি উখিয়ার সদস্য শম্পা চৌধুরী, বালুখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন, আরাকান খেলাঘর আসরের সভাপতি এস এম জসিম, পালং সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক শফিউল ইসলাম আজাদ, উখিয়া উপজেলা নাগরিক পরিষদের প্রচার সম্পাদক রফিক উদ্দিন ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ।

স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে আলোচকরা এসময় উপজেলা পর্যায়ে মাদক প্রতিরোধ কার্যক্রমে নারীদের অংশগ্রহণ নিশ্চিত, নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ সহ প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন।

স্থানীয় পর্যায়ে নারীর সমস্যা,নিরাপত্তাহীনতা ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরনের মাধ্যমে সমাধানের পথ বের করার পাশাপাশি নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ. সুরক্ষা ও পূর্নবাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য সভায় এডভোকেসী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়।

বিএনপিএস এর পরিচালক শাহনাজ সুমি, উপ-পরিচালক নাসরিন বেগম ও জিএনডাব্লিউপি এর বাংলাদেশের প্রতিনিধি পাহীমা আহমদ এসময় অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহনকারীদের বক্তব্য শুনেন এবং দিকনির্দেশনামুলক মতামত প্রদান করেন।

নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখা  বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর মাঠ সমন্বয়কারী এস.জেড.এম আবু রায়হান ও  কক্সবাজার স্টিয়ারিং কমিটির সমন্বয়ক  এবং বিএনপিএস এর ক্ক্সবাজার প্রকল্প সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম ফরাজী সভার সার্বিক পরিচালনায় ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park