মামুন হাচান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় নড়াইল-১ ও ২ আসনে নির্বাচনী কেন্দ্রগুলোতে ব্যালট বিতরণ করা হয়েছে।
আজ (০৭ ডিসেম্বর) রবিবার ভোর ৪টার সময় কালিয়া থানা প্রাঙ্গণ হতে কালিয়া উপজেলায় নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নের কর্মকর্তারা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু শাহার উপস্থিতে ব্যালট পেপার বুঝিয়া নিয়া পুলিশ পাহারায় নিজ নিজ নির্বাচনী এলাকা উদ্দেশ্যে গমন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রদীপ্ত রায় দীপন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহদী হাসান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জেলা রিটানিং কর্মকর্তা অফিস সুত্রে জানা যায়, নড়াইল -১ আসনে মোট কেন্দ্র ১১০ টি ভোটার সংখ্যা ২লাখ ৭৫ হাজার ৪ শত ৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন,মহিলা ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন । অপরদিকে নড়াইল ২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন,মহিলা ভোটার ১ লাখ ৮৩হাজার ৭৩৬ জন । নড়াইল-১ সংসদীয় আসনে মোট ৬ জন,অপর দিকে নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
এ বিষয়ে সিনিয়র সাংবাদিক মোঃ ফসিয়ার রহমান বলেন
ভোর ৪ টায় শীত ও কুয়াশা উপেক্ষা করেই ব্যালট পেপার বিতরণে উপস্থিত হন সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। একে একে প্রতিটি কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারের হাতে তুলে দেওয়া হয় ব্যালট পেপার।
তিনি আরও বলেন ইতি মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোর ৪টায় দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতে ব্যালট বিতরণ করা হয়েছে।
নির্বাচন চলাকালীন কেউ কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করার জন্য মাঠে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা মোতায়েন রয়েছে।