শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১৫.০০ ঘটিকায় পুলিশ হেডকোয়ার্টার্স মিনি কনফারেন্স রুমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর ২০২৪-এর প্রাক-প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ভিডিও কনফারেন্স ডিআইজি (এইচআর), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স এর সভাপতিত্বে সভায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষ হতে Zoom Meeting এর মাধ্যমে যুক্ত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।
এসময় ব্রিফিং-এ শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই এবং চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে চাকুরী নিশ্চিতকরণের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম; জনাব মো: সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর;অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জনাব সুমন কান্তি চৌধুরী; জনাব অভিজিৎ দাস,সহকারী পুলিশ সুপার(ইসলামপুর সার্কেল)জামালপুর এবং নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট অফিসার,ফোর্স-এর পুলিশ সদস্যগণও উপস্থিত ছিলেন।