কালিয়া ( নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস -২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে, রিসোর্ট কর্তৃপক্ষের উদ্যেগে “পরিযায়ী পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও পাখিদের বিচরণস্থল সংরক্ষণ ও নিরাপত্তার গুরুত্ব” বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের ম্যানেজার খন্দকার মুনিব হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাইফুল হাসান।
এ সময় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান খবির উদ্দিন আহমেদ,রিসোর্টের সিনিয়র ম্যানেজার মোঃ সাজিকুল ইসলাম, গলফ ক্লাবের ম্যানেজার মুনিব হোসেন,গলফার মোঃ রিপন,পাখিপ্রেমী আদিল খান,প্রকৃতি প্রেমী মোঃ ইকরাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পরিযায়ী পাখির গুরুত্ব এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পাখি শিকার দন্ডনীয় অপরাধ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল হাসান বলেন, “অতিথি পাখি আমাদের জন্য আশির্বাদ স্বরুপ, অতিথি পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বাংলাদেশে প্রায় ৭০০ প্রজাতির পাখি রয়েছে। যার মধ্যে ৩০০ প্রজাতিই পরিযায়ী পাখি। অতিথি পাখি নিধনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ শাস্তির কথা উল্লেখ করে তিনি প্রশাসনকে এ ব্যাপারে আরো বেশি পদক্ষেপ নিতে অনুরোধ জানান। তিনি আরো বলেন বন্যপ্রাণী ও অতিথি পাখি সংরক্ষণের জন্য দেশে অনেক আগে থেকেই আইন রয়েছে। ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বলা হয়েছে পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছরের জেল, এক লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে।
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান জনাব খবির উদ্দিন আহমেদ পরিযায়ী পাখি দিবস উদযাপন করার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান। তিনি বলেন “পরিবেশের ভারসাম্য রক্ষায় অতিথি পাখির কোন বিকল্প নেই। জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটিতে এক সময় অনেক পাখি দেখা গেলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে সেখানের পাখি অনেক কমে গিয়েছে। দীর্ঘ ২০ বছর যাবত অরুনিমায় পাখি আসে। যা দেখতে দেশ-বিদেশের অতিথি আসেন এবং তারা মুগ্ধ হন। পরিবেশ অধিদপ্তরের উপদেষ্টা মহোদয়কে অতিথি পাখি সংরক্ষণের জন্য পৃষ্ঠপোষকতার আবেদন জানান।
এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আসা পাখি প্রেমী,প্রকৃতি প্রেমী দর্শনার্থী, সত্যি অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ,স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ