গোপন সূত্রের ভিত্তিতে অদ্য ১২ অক্টোবর ২০২৪ তারিখ রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় মঠবাড়িয়া আর্মি ক্যাম্প হতে ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রামে মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান শেষে দেশীয় ধারালো অস্ত্র (৪টি রামদা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল), ১৩৫ পিচ ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, নগদ ১৫,৯০০ টাকা, ৮টি চোরাই মোবাইল, ১টি ক্যামেরা উদ্ধার করা হয়। এছাড়া কুখ্যাত মাদক সম্রাট মোঃ হাফিজুর রহমান হাসিব পিতাঃ মোঃ হেলাল উদ্দিন (৩টি মামলা), নাজমুল শিকদার ওরফে কালিয়া পিতাঃ নাসির শিকদার (২টি হত্যা মামলাসহ ৭টি মামলা), মোঃ ফাহাদ পিতাঃ মোঃ কুদ্দুস মুন্সি এবং মোঃ তৌহিদুল ইসলাম পিতাঃ রিপন হাওলাদার নামে ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
আটককৃতদের মঠবাড়িয়া আর্মি ক্যাম্প-এ প্রাথমিক জিজ্ঞাসা শেষে মঠবাড়িয়া থানাতে উদ্ধারকৃত সামগ্রীসহ হস্তান্তর করা হয়। মঠবাড়িয়া থানা কর্তৃপক্ষ আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে ক্যাম্প কমান্ডারকে অবহিত করে।