দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি
ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল এ প্রতিপাদ্যে সামনে রেখে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত দু’দিন ব্যাপী খেলা ধুলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৬অক্টোবর) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিন ব্যাপী ৫১তম বাংলাদেশ বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক, মোঃ আঃ জব্বার হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম খান, বাবুল লস্কর,মোঃ জহিরুল ইসলাম ও আহ্বায়ক মোঃ আসলাম হাওলাদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য গন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থী বৃন্দ। উল্লেখ্য এ বছর গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বালক, বালিকাদের একক সাঁতারে ১১টি ও দলগত বালিকাদের কাবাডি ও দাবায় ৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের বালক, বালিকা অংশগ্রহণ করেন।