চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে, নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবির গতকাল ০২ অক্টোবর বুধবার দুপুর ০৩ ঘটিকায় নড়াগাতী থানা চত্বরে বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায় এবং নড়াগাতী থানা বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।
এ সময় এএসপি সার্কেল (কালিয়া) কিশোর রায় , নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান , ওসি (তদন্ত) বোরহানউদ্দিন , ডিআইও অন সহ নড়াগাতী থানার সকল অফিসার বৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন!
মতবিনিময় সভায় পুলিশ সুপার, কাজী এহসানুল কবির শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ন ও নিরাপদে পালনের লহ্মে বিভিন্ন মতামত শুনেন। তিনি বলেন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নড়াইল পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিবেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াগাতী থানা বিএনপি’র যুগ্ম-আহবায়ক লস্কর ফিরোজ আহমেদ, এলাকার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
এ সময় নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব, সাকায়েত হোসেন ঝুনু। হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সুমিত কুমার,পূজা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অলোক কুমার, প্রমুখ উপস্থীত ছিলেন!