মনির খান লোহাগড়া প্রতিনিধি নড়াইল।
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মতিয়ার রহমানের সার্বিক সহযোগিতায় জননেতা মাশরাফি বিন মর্তুজার নির্বাচনী প্রচার প্রচারণার অগ্ৰভাগে ভোটারদের সাথে মতবিনিময় করেছেন।
জন নেতা মাশরাফি বিন মর্তুজার হাজারো ভক্ত বৃন্দু তাদের প্রিয় নেতা মাশরাফি বিন মর্তুজা কে স্বাগত জানিয়ে তাদের প্রিয় নেতা নড়াইল ২ আসনের নৌকার মাঝি মাশরাফি বিন মর্তুজার নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা ব্যক্ত করেন।
জননেতা মাশরাফি বিন মর্তুজা, হাজার হাজার নেতাকর্মীদের মাঝে তার মুল্য বান বক্তব্য দেন ।
তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে আপনারা ৭ তারিখ ভোট কেন্দ্রে আসবেন।
পুনরায় আপনাদের মুল্যবান ভোটটি দিয়ে আমাকে জয়যুক্ত করবেন,আমার জীবনের সবটুকু দিয়ে হলেও লোহাগড়া বাসীর উন্নয়নের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ।
এ সময় জননেতা মাশরাফি বিন মর্তুজা গণসংযোগে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, কাশিপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আরজু ,যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান কচি, যুবলীগ নেতা হাসান সহ
উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ,শ্রমিক লীগ,সহ আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতা কর্মীরা জননেতা মাশরাফি বিন মর্তুজার গন সংযোগে উপস্থিত ছিলেন এবং নৌকার স্লোগানের মুখরিত ছিল কাশিপুর ইউনিয়ন ।