স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতী থানার নাশকতা মামলায় বিশু খান (৫৫) নামের ইউনিয়ন যুবলীগের সভাপতি কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গবার সকাল ১০টায় নড়াগাতী থানার বড়দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। নড়াগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) তারেকের নেতৃত্বে একটি দল বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত আসামি বিশু খানকে গ্রেফতার করেন।
বিশু খান কালিয়া উপজেলার চোরখালী গ্রামের মৃত জলিল খানের ছেলে। তিনি খাশিয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পুলিশ জানায়, চলতি বছরের ২৬ আগস্ট রাতে নড়াগাতী থানায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক (মুক্তি) ও সাবেক কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমানসহ ৯৮ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন নড়াগাতী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশ্বাস নওশের আলী। এ মামলায় আরও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সংবাদকে বলেন, এ বছরের ২৬ আগস্ট থানায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি বিশু খানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.