উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান আজ (রবিবার) সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মন প্রফুল্ল থাকে। শুধু পড়াশুনা করলেই হবে না, ক্রীড়ার প্রতি আগ্রহ থাকতে হবে। খেলায় জয় পড়াজয় আছে, একদল জিতবে অন্য দল হারবে। এই জয় পরাজয় মেনে নিয়েই খেলার সুন্দর পরিবেশ ধরে রাখতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের উপপরিচালক ফারহানা নাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তাছলিমা আক্তার। অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার জেলা শিক্ষা অফিসার, ক্রীড়া অফিসার ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। আগামীকাল ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি