মোঃ শফিয়ার রহমান বিশেষ প্রতিনিধি
ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার নাখালপাড়া আলকাতরা ফ্যাক্টরির সামনে গতকাল ১৭ ডিসে/২৪ রাত্র ১০ টার দিকে অভিযান চালিয়ে ৪০ (চল্লিশ)পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী শরিফা বিবি (৬০) কে আটক করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের চৌকস অভিযানিক টিম ।
ধৃত আসামী মৃত বাছেদ মিয়ার স্ত্রী শরিফা বিবি আলকাতরা ফ্যাক্টরির সামনে অস্হায়ী (ভাষমান) ঝুপড়ি ঘর তৈরি করে পান বিড়ি বিক্রির আড়ালে সুকৌশলে দীর্ঘদীন মাদক বিক্রি করে আসতেছে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ ইতনা উপজেলার জয়সিদ গ্রামে।
মাদক উদ্ধার অভিযানে ছিলেন উপপরিদর্শক (নিঃ) মুরশিদুল আলম সহকারী উপপরিদর্শক (নিঃ) গোলাম রসুল সহকারী উপপরিদর্শক (নিঃ) হাফিজুর রহমান ও নারী কনষ্টেবল পাপিয়া আক্তার।