২ মাস ১৭ দিনের বাচ্চা আব্দুর রহমানকে রেখে পালিয়ে গেলেন প্রবাসীর স্ত্রী।
যশোরের মনিরামপুরে এক প্রবাসীর স্ত্রী দুই মাসের শিশুকে ফেলে রেখে বাড়ি থেকে পালিয়েছে। গত শনিবার (১৬ ডিসেম্বর) শনিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, হরিহরনগরের প্রবাসী আবু হুরায়রার স্ত্রী পাপিয়া খাতুন (২০) তার ২ মাস ১৭ দিনের বাচ্চা আব্দুর রহমানকে রেখে পালিয়ে যায়। এ সময় তিনি সাথে করে নগদ বিশ হাজার টাকা, দুটি দামি বিদেশি স্মার্টফোন নিয়ে যায়।
প্রবাসী হুরায়রার নানী জানান, তার নাতী ছেলের বউ পাপিয়া খাতুন, এর আগেও ২-৩ বার অন্য ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। এখন সে বর্তমানে কোথায় আছে সেটা তার পরিবার জানেন না। এ বিষয়ে পাপিয়ার শশুরবাড়ির লোকজন ঝাঁপা পুলিশ ক্যাম্পকে অবগত করেছে।
ঝাঁপা পুলিশ ক্যাম্পের এসআই প্রসেনজিৎ বলেন, অভিযোগটি মেয়ের মা বাবার কাছ থেকে পেয়েছি, শুধুমাত্র একটি মোবাইল ফোন নাম্বারের উপর ভিত্তি করে জানতে পেরেছি মেয়েটি কেশবপুরের আশেপাশে অন্য ছেলের সাথে আছে। এ বিষয়ে আমরা বাদী-বিবাদী উভয়পক্ষকে জানিয়েছি, কিন্তু তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।