শেখ নাসির উদ্দিন, খুলনা
আগামী ১৮ নভেম্বর সোমবার দুপুর দুইটায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে, গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
গণ সমাবেশ সফলের লক্ষ্যে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর খালিশপুর থানার ১২ নং ওয়ার্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি শোয়াইবুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন মাঈনুল ইসলাম আকন্দ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মুহাঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন, নগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সেক্রেটারি আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সহ-সভাপতি মাহদী হাসান মুন্না, সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব, ইসলামী আন্দোলন খালিশপুর থানার উপদেষ্টা মুফতি ইবাদুর রহমান, মাওঃ কারামত আলী, ইসলামী আন্দোলন খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি গাজী মিজানুর রহমান, নুর নবী, ইসলামী শ্রমিক আন্দোলন খালিশপুর থানার সাধারণ সম্পাদক পলাশ শিকদার, ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানার যুগ্ম সম্পাদক স্বাধীন রাজু।
আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড শাখার সহ-সভাপতি মাওঃ মাহফুজুর রহমান, মুফতী ইলিয়াস, মহিউদ্দিন মানি, মুহাঃ রাজু, মিজানুর রহমান, ফজলুল করীম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
যৌথ সভায় আগামী ১৮ নভেম্বর খুলনার সোনালী ব্যাংক চত্বরে চরমোনাই পীর সাহেবের গণ সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।