চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল সুস্থ দেহ সুস্থ মন খেলার মাঝেই আছে জীবন।
অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আসছে আগামী (২২ নভেম্বর ২০২৪) শুক্রবার, বিকাল ০৪:০০ ঘটিকা হইতে কলাবাড়ীয়া পশ্চিমপার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিরাট এক ১৬ দলীয় হাডুডু খেলার আয়োজন করা হইয়াছে। উক্ত খেলায় আপনি ও আপনার দল সহ আমন্ত্রিত।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় কমিটির অন্যতম সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এ্যডঃ এস এম অলিউর রহমান সাবেক চেয়ারম্যান, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ, খান মতিয়ার রহমান, সভাপতি, নড়াগাতি থানা বিএনপি, ডাঃ শেখ বুলবুল কবির, সাধারণ সম্পাদক, নড়াগাতি থানা বিএনপি, কাইয়ুম শরীফ, সভাপতি, কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপি, মোল্যা লিয়াকত হোসেন (সানাউল্লাহ), সাধারণ সম্পাদক, কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপি, এস এম অসিকুর রহমান, অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা, মোঃ সাহিদুজ্জামান পাশা, সহ-আপ্যায়ন সম্পাদক, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকবেনঃ
ইমরান সরদার, ওমান প্রবাসী, এফ এম মুসফিকুজ্জামান (হিরু), বিশিষ্ট ব্যবসায়ী, হাসমত তালুকদার, সভাপতি, কলাবাড়িয়া ওয়ার্ড বিএনপি ও ওয়ার্ড সদস্য, শেখ সাদি, বিশিষ্ট ব্যবসায়ী।
খেলা পরিচালনা কমিটি বৃন্দঃ
শেখ আমির হোসেন (খোকা), মফিজুর রহমান (আঙ্গুর), এস এম মাহামুদুল হক, শেখ হাফিজুর রহমান, শেখ হবিবর শেখ আবু-সাইদ, মুক্তার শেখ, রাসেল শেখ (আখের), জমির শেখ, হুসাইন মোল্যা, আমানুল্লাহ মৃধা, শেখ মোশারেফ হোসেন, এস এম আলিফ, সবুর মোল্যা, রিজাউল মল্লিক, বাবুল মিনা, জালাল মোল্যা, জামাল মুন্সি, ফয়সাল শিকদার, কামরুল শেখ, আকবার শেখ, হেমায়েত সরদার, সুফিউল্লাহ মোল্যা, আলমগীর শেখ, হাবিব তালুকদার, গিয়াস তালুকদার, ওছিকুর তালুকদার, কাশেম তালুকদার, বুলবুল তালুকদার, সবুর শেখ, জগলুল হায়দার, মুস্তাক শেখ, হুমায়ুন মোল্যা, ইউনুস শিকদার, মোজাফফার শিকদার, সদূত শেখ, রাজু ফকির, মেহেদী খন্দকার, তরিকুল ইসলাম ফকির, ডাঃ নুরুল ইসলাম, ইয়ার শরীফ, গোলজার হোসেন (গুলু), আকরাম শেখ, বাবর শিকদার, খাঁন মিঞা, দুলু কাজী।
খেলার নিয়মাবলিঃ
১। খেলাটিতে ৭ জন খেলোয়াড় অংশগ্রহন করবে।
২ । নিম্নে তালিকা যুক্ত খেলোয়ার ৩ জনের বেশি একদলে খেলতে পারবেনা।
৩। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে। ৪। এক দলের প্লেয়ার অন্য দলে খেলতে পারবে না। ৫। খেলা চলাকালিন সময় রেফারীর সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গন্য হইবে। এন্ট্রি ফিঃ ১০০০ টাকা।
পুরষ্কারঃ
১। একটি নতুন মটর সাইকেল ২। একটি ষাঁড় গরু, ৩। একটি নতুন ফ্রিজ। এবং সেরা খেলোয়ারকে একটি আকর্ষনিয় পুরষ্কার দেওয়া হবে।
যোগাযোগ: শেখ সাদি মোবাঃ ০১৯১১-৯৬০০৯৬, আখলাক শেখ মোবাঃ ০১৮৮২-৫৮১০৯৬