এস,এম,নাদিরুজ্জামান আজমল জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে প্রতীক নিয়ে হাটে-ঘাটে-মাঠে জমজমাট প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীসহ তাদের সমর্থকরা।
বৈশাখের তপ্তরোদও যেন তাদেরকে থামাতে পারছে না। প্রার্থীসহ তাদের সমর্থকরা প্রতিদিনই কোথাও না কোথাও চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার। বিশেষত বিকালের রোদ পড়ার পর থেকে ভোটারদের দুয়ারে দুয়ারে বেশি যাচ্ছেন প্রার্থীরা।
প্রার্থী ও সমর্থকরা বলছেন, গরম তো আছেই। সামনে গরম আরও বাড়বে। গরমের কথা চিন্তা করে বসে থাকলে প্রচার হবে না।
আবার কেউ কেউ বলছেন, এখন বরং গরমের কারণে মানুষ বাড়িঘরে থাকছে। ফলে দিনে-দুপুরে প্রচারে বেরিয়ে সবাইকে বাড়িতে পাওয়া যাচ্ছে। এ কারণে কষ্ট হলেও তারা প্রচার চালিয়ে যাচ্ছেন।
প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। অনেক প্রার্থী আবার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে সুযোগ চাইছেন আবারও।
তবে ভোটাররা বলছেন, যারা হাওরবাসীর শিক্ষাদীক্ষা, মাঠঘাট, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও উন্নয়ন কাজ করবেন তাদেরকেই ভোট দেবেন তারা। এবারের নির্বাচনে অষ্টগ্রাম উপজেলায় দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মাঠে রয়েছেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস (কাপ পিরিচ), বাংলাদেশ মৎসজীবি সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান এ,এফ,মাশুক নাজিম (ঘোড়া), মনিরুজ্জামান ভূইয়া লিটন (আনারস) প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব (তালা), সাংবাদিক গোলাম রসূল (টিউবওয়েল), এম,এ আজিজ (মাইক), আল আমিন সরকার (চশমা) প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- মোছাঃ চায়না সোয়াব(ফুটবল), মোঃ নাছিমা আক্তার (কলস), মোছাঃ শেলী আক্তার (হাঁস) প্রতিক।
আটটি ইউনিয়ন নিয়ে গঠিত অষ্টগ্রাম উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৬হাজার ৪২৯জন। ভোটের বিষয়ে জানতে চাইলে অষ্টগ্রাম উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস বলেন, “সবাই প্রচারে আছে। তাই আমার কর্মীরাও প্রচার চালাচ্ছেন। গরমের কথা ভাবলে তো চলবে না।”
তিনি বলেন, “আমি পাঁচ বছর অবহেলিত অষ্টগ্রামবাসীর উন্নয়নে কাজ করেছি। আমার কাছে যারাই এসেছে আমি দলমতের ঊর্ধ্বে গিয়ে কাজ করার চেষ্টা করেছি।
“আমার এখনও অনেক উন্নয়নমূলক কাজ বাকি আছে। কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। তাই আগামী নির্বাচনে জনগণ আমাকেই বিপুল ভোটে জয়যুক্ত করতে বলে আমি আশাবাদী।”
এ,এফ,মাশুক নাজিম বলেন, অষ্টগ্রাম উপজেলার তারুণ্য আমার অগ্রাধিকার হবে, তাদের সাথে কাজ করবো এবং তাদের সফল হতে এবং তাদের জীবন উপভোগ করতে সহায়তা করবো ইনশাআল্লাহ।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.