1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার প্রাচীন এবং ঐতিহ্যবাহী হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর ৯৫ ব্যাচের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে পুনর্মিলনী ২১ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গনে আড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান।বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী চলে এই পুনর্মিলনী অনুষ্ঠান।

হরিণাকুণ্ডু উপজেলার দ্বিতীয় প্রাচীন মাধ্যমিক বিদ্যালয়ের নাম ‘হরিণাকুণ্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়’। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বিদ্যালয়টি আজ অবধি জাতিকে অনেক সূর্য-সন্তান উপহার দিয়ে চলেছে। আজ ২১ ডিসেম্বর ২০২৪, বিদ্যালয় প্রাঙ্গণে সপরিবারে উপস্থিত ছিল ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা। এসএসসি ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের প্রাণপ্রিয় শিশু সন্তানদের বর্ণিল পোশাকে সরব উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল মুখরিত। সারাটি দিন স্কুল প্রাঙ্গণে ছিল অন্য রকম এক আনন্দের আবহাওয়া।

বন্ধুরা সুদীর্ঘ তিন দশকের পর কিছুক্ষণের জন্য আবার যেন হারিয়ে গিয়েছিল কৈশোরসুলভ স্মৃতি রোমান্থনে। ফেলে আসা দিন কতই না মধুর হয়ে ফিরে আসে অতীতের পরত থেকে। আর থাকে আগামীর পথচলায় শুভ ও সুস্বাস্থের প্রত্যাশা। পরিবারবর্গ জানতে পারে মাধ্যমিক পড়াশুনার সোনালি অতীত। শিশুরা একে একে অন্যরে চেনে উত্তম এক পরিচয় সূত্রে।

বহুদিন পর সতীর্থদের উপস্থিতিতে একসঙ্গে মিলিত হতে পেরে এসএসসি ৯৫ ব্যাচের সকল ছাত্র-ছাত্রী আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। দিনভর এই বর্ণাঢ্য আয়োজনে ছাত্রছাত্রীরা মেতে ওঠেন আনন্দ আড্ডায়। এ মহামিলন মেলায় সকলের চোখে মুখে ছিল আনন্দ, উৎফুল্ল আর উচ্ছ্বাস।

অনেক ব্যস্ততার মাঝেও যারা দিনটি নিজেদের করে নিতে পারলেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন আয়োজক কমিটি। যারা অনিবার্য কারণবশত উপস্থিত হতে পারেননি, আগামীতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে নতুনভাবে যোগাযোগ স্থাপন করার প্রত্যয় ব্যক্ত করে সূর্যাস্তের পূর্বে এ মিলনমেলার পরিসমাপ্তি ঘটে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park