নড়াগাতীর সংবাদ ডেক্স
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনায় ১ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ডক্টর প্রশান্ত কুমার রায় তার কর্মী সমর্থকদের নিয়ে দাকোপ থানার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এবং ঈগল প্রতিকে ভোট চেয়ে সর্বস্তরের জনগণকে আহবান জানান ।
তার গণসংযোগ ও পথসভার মধ্যে উল্লেখযোগ্য পোদ্দারগঞ্জ বাজারে গণসংযোগের পর চুনকুড়ি বাজারে গণসংযোগ লিফলেট বিতরণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
ডক্টর রায় তার গণসংযোগে শেখ হাসিনার উন্নয়ন দর্শন ও আগামী ৪১ সালের স্মার্ট বাংলা বিনির্মাণে প্রতীক নয় যোগ্য মানুষকে বিবেচনা করে ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য নেতাকে বিজয়ী করার জন্য আহ্বান জানান এবং আগামী ৭ই জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে সকলকে ঈগল পাখি মার্কা ভোট দানে সর্বস্তরের জনগণকে আহ্বান জানান।
পরবর্তীতে বাজুয়া ব্যাড়ের খাল এলাকায় এবং বাজুয়া বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেন এবং সর্বস্তরের জনগণকে আবারো ভোট যুদ্ধের অংশগ্রহণ করে ঈগল প্রতীক কে নির্বাচিত করার আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.