আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি
রাজধানী মিরপুরে ,ফ্যাসিবাদ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর মিরপুরের দারুস সালাম থানা ১০ নং ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর মিরপুর ১০ নং মেট্রো রেল স্টেশনের মূল অগ্নি সংযোগকারী ছাত্র জনতার উপর হামলাকারী ভূমিদস্যু চাঁদাবাজ কিশোর গ্যাং লিডার অবৈধ অস্ত্র বহনকারী, আবু তাহের আবু রায়হান, ও তাদের দুই ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু সালাম, আবুজামান ও তাদের সহযোগীদের গ্রেফতার ও বিচার দাবিতে গতকাল শনিবার সকাল ১০টার! দিকে গাবতলী গৈদারটেক এলাকার ভুক্তভোগী সহ এলাকার জনগণ বিশাল এক মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনের জনগণের বক্তব্য বলেন।
আওয়ামী দুঃশাসনের স্বৈরাচারী শেখ হাসিনার দোসর , সাবেক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আবু তাহেরের বড় ভাই ও আপন আত্মীয়, আবু রায়হান, আবু জামান, আবু সালাম এদের হুকুমে মদ ত দাতা মনির, সাহিন মাস্টার, ফারুক, নবী হোসেন, সেন্টুদের দ্বারা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, জমি দখল টেন্ডার বাজি সহ ও এলাকার রাম রাজ্য, ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের দ্বারা মো: শাহাজাহান গংদের ৫৩.১৮ শতাংশ জমি, আমান উল্যাহ গং, ছলিম উদ্দিন গং, রাশেদ আলী গং, হারুন অর রশিদ গাজী গং, নুরুল হক গংদের ১৬২ শতাংশ জমি অবৈধ ভোগ দখলে রাখে স্বৈরাচার,শেখ হাসিনার দোসররা স্বৈরশাসকের বল প্রয়োগ করে এসব জমি অবৈধ ভাবে, দখলে রাখে। উপরে উল্লেখিত বিবাদীগন ভূমিদূস্য, লাঠিয়াল ও একদল দাঙ্গাবাজ, পরধন লোভী প্রকৃতিক লোক। সম্পত্তি বিবাদীগন আমাদের নিজ দখলীয় ঢাকা জেলার সাবেক মিরপুর, হালে দারুস সালাম থানাধীন জে,এল নং মিরপুর-১২, ঢাকা মৌজার খতিয়ান নং- ৮৮৪, ১২৪৬, দাগ নং- ৪০১৪, ৪০২৬, জমির পরিমান- ৫৩.১৮ শতাংশ পৈত্রিক সূত্রে আমরা সকলে মূল মালিকগনদের ওয়ারিশ সূত্রে মালিক। কিন্তু বিবাদীগন জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করিয়া আমাদের নিজ পৈত্রিক সম্পত্তি দখল করিয়া নেয় ও আমাদের সকলকে প্রাণ নাশের হুমকি প্রদান করিয়া থাকেন যে, উক্ত জমিতে গেলে আমাদেরকে গুম করিয়া ফেলিবে হুমকি দেয় ভুক্তভোগীরা বিবাদীগণের অত্যাচারে অতিষ্ট হয়ে থানায় ও আদালতে আইনের আশ্রয় নিয়ে কোন প্রতিকার পায়নি। দীর্ঘ ১৭ বছর ক্ষমতাশীল ব্যক্তি হওয়ায় প্রশাসনিক শক্তির অপব্যবহার করে আমাদেরকে ভয়ভীতিতে রাখে যাহাতে আমরা কোন আইনগত ব্যবস্থা গ্রহন করতে না পারি।
বিবাদী মো: আবু তাহের, আওয়ামীলীগের সাবেক ১০নং ওয়ার্ড কাউন্সিল হওয়ায় আমার সকলে উক্ত জমিতে দখল বুঝিয়া পাওয়ার জন্য প্রশাসনিক ব্যবস্থা নিতে বার বার ব্যর্থ হই । এদের সন্ত্রাসী কর্মকান্ড ও চাদাবাজিতে এলাকার জন সাধারণ অতিষ্ট। তাই তারা এই মানববন্ধনে ছোট, বড় নারী পুরুষ মিলে স্লোগানে মুখরিত জনগণ বলেন আমরা সুষ্ঠ বিচার চাই । শুধু তাই নয় আমাদের জমি জমা যেগুলো জবরদখল করেছেন ,সেগুলো ফেরত দিতে হবে আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বিষয়টি দেখার জন্য, আরো বক্তব্য তারা বলেন যারা সরকার দায়িত্ব আছেন উপদেষ্টা মন্ডলী তাদের দৃষ্টি আকর্ষণ করছি ! আমাদের বিষয়ে একটু দেখুন আমরা অসহায় হয়ে পড়েছি।