আজ ২৭ এপ্রিল শনিবার সকাল ০৯.০৫ ঘটিকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম এর খুলনা মহানগরীতে আগমন উপলক্ষে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা সৌজন্য সাক্ষাৎ করেন।
কেএমপি’র পুলিশ কমিশনার সৌজন্য সাক্ষাৎকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মহোদয়’কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় খুলনা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস. এম কামাল হোসেন; খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম; এবং খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন-সহ শীর্ষ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।