চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
নড়াইল জেলার নড়াগাতি থানার অন্তর্গত যোগানিয়া বাজারের হোটেল ব্যবসা করতেন সবুজ ঢালী (৩৭) তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার দাদপুর গ্রামের ইছাক ঢালীর ছেলে তিনি দীর্ঘদিন যাবত যোগাানীয়া বাজারে হোটেল ব্যবসা করতেন, তিনি ০৩ মে শুক্রবার আনুমানিক ৮ টার সময় স্ত্রী সহ পালিয়ে গেছেন।
এ বিষয়ে নড়াগাতী থানার যোগানীয়া গ্রামের ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান হোটেল ব্যবসায়ী সবুজ ঢালী ৫-৬ বছর পূর্বে আমাদের এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে এবং স্থানীয় যোগানিয়া বাজারে হোটেল ব্যবসা করে, তার সাথে অনেক দিনের পরিচয়ের সুবাদে টাকা লেনদেনে করি।
এছাড়াও তার সাংসারিক ব্যবহারের জন্য পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জ মিনিস্টার শোরুম থেকে একটি টেলিভিশন ও একটি ফ্রিজ কিস্তির মাধ্যমে এনে দেই যার মূল্য এক লক্ষ টাকা এবং ধার বাবদ ৭৫ হাজার টাকা দেই।
০৩ মে শুক্রবার টাকা পরিশোধের কথা থাকলে তিনি ঘরে তালামেরে স্ত্রী সহ লাপাত্তা হয়ে যায়, তাহার মোবাইল নাম্বার ০১৯৯১৮৬৭৫৭৫ যোগাযোগ করার চেষ্টা করলেও নাম্বার বন্ধ পাওয়া যায়। পরবর্তী ভুক্তভোগী শহিদুল ইসলাম নড়াগাতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।