এস,এম,নাদিরুজ্জামান আজমল।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার চাতলপাড়ে মানবিক সংগঠন “রক্তের বন্ধন চাতলপাড়” উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ ইফতার মাহফিল, আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে ছিলেন সম্মানিত প্রধান উপদেষ্টা ফিরোজ আহম্মদ, সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হোসাইন, ও সাধারণ সম্পাদক সি,কে কাউছার হোসাইন, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়নগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আব্দুল কাদির, সম্মানিত উপদেষ্টা জনাব সুজিত রায়, ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক লিটন সূত্রধর,যুগ্ন সাধারণ সম্পাদক হাসনাত ভূইয়া,মডারেট মিনহাজ মামুন, সম্মানিত সহ-সভাপতি সোহেল ভূইয়া, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ হাসান মিয়া, স্বপন দেব, আব্দুল জুয়েল, আমন্ত্রিত মেহমান আব্দুল কাইয়ূম, শেখ আশিক, মোঃ সাইফুল ইসলাম জানু, মোঃ ওবায়েদ উল্লাহ, মোঃ বরকত উল্লাহ, মোঃ মামুন ভূইয়া, ইয়াকুব মিয়া সহ দেড় শতাধিক স্বেচ্ছাসেবীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা সভায় বক্তারা পরবর্তী বিভিন্ন কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
উল্লেখ্য, প্রায় পাঁচশত স্বেচ্ছাসেবীর সমন্বয়ে গঠিত উক্ত সংগঠনটি সারা দেশের বিভিন্ন স্থানে মুমূর্ষ রোগীদের রক্তদান সহ এলাকা ভিত্তিক বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণে বেশ আলোচিত একটি নাম।