নড়াগাতী ডেস্ক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১নং বড়মাছুয়া ইউনিয়নের দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মোহাম্মদ আবদুল আজিজ খানের রেকর্ডিয় সম্পত্তির সীমানা পিলার ও গাছ উপরে ফেলেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে গত ১৮-০৮-২০২৪ ইং তারিখ দুপুর আনুমানিক ১২ঃ৪৫ মিনিটে সময়। পিলার ও গাছ উপরে ফেলার বিষয়টি প্রতি পক্ষের কাছে জানতে চান, মোহাম্মদ আবদুল আজিজ এর পুত্র মোহাম্মদ আলাউদ্দিন খান, এতে প্রতি পক্ষরা কোন সদুত্তর না দিয়ে ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিন খান কে রগ কেটে হত্যার হুমকি প্রদান করে প্রতিপক্ষরা।
মোহাম্মদ আলাউদ্দিন খান জীবনের নিরাপত্তার জন্য মঠবাড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অভিযোগে উল্লেখ করেনঃ বাদীর পিতার নামে রেকর্ডীয় এবং বাদীর দাদার সূত্রে প্রাপ্ত নিম্ন তফসীলভূক্ত জমি বাদী বসত বাড়ী করার জন্য বিগত প্রায় ১৫ বছর পূর্বে বসতবাড়ীর জন্য ভরাট করে ভোগ দখল করছে। বর্তমানে বাদী তার জমির সাথে আরও ৭.৮৬ শতাংশ জমি ক্রয় করে। বিবাদীগণ অদ্য ১৮-০৮-২০২৪ ইং তারিখ দুপুর ১২:৪৫ ঘটিকায় জমির ভিতরে জোর পূর্বক পূর্ব নির্ধারিত সীমানা পিলার এবং জমির ভিতর রোপন করা ১৫-২০ টি কাউপলা গাছ উপরে ফেলে। বিবাদীগণ বাদী পক্ষের ভোগ দখলীয় জমিতে জোর পূর্বক সীমানা আইল ভেঙ্গে তাদের জমির প্রন্থ বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। বিবাদীগণ বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাদীর রগ কেটে হত্যা করার হুমকী প্রদান করে। তাহারা যেকোন সময় বাদীর যেকোন ধরণের ক্ষতি সাধন অথবা মিথ্যা মামলা প্রদান করতে পারে।
৪জনার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয় যাঃ ১) রফিকুল ইসলাম রফিক, ২) আনোয়ার হোসেন, ৩) এমাদুল খান, সর্ব পিতা- মৃতঃ আঃ রশিদ খান, ৪) মেহেদী, পিতা- রফিকুল ইসলাম (রফিক), সর্ব সাং- দক্ষিণ বড়মাছুয়া, ওয়ার্ড নং-০৭, ডাকঘর- বড়মাছুয়া, উপজেলা- মঠবাড়ীয়া, জেলা- পিরোজপুর। উল্লেখ্য, মোহাম্মদ আলাউদ্দিন খান সরকারি ইন্দুরকানী কলেজের প্রভাষক।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.