সেলিম মাহবুব , সিলেট
ব্রিটিশ সরকারের মন্ত্রী তালিকায় স্থান করে নিলেন রুশনারা আলী। তিনি যুক্তরাজ্য সরকারের মন্ত্রিপরিষদের হাউজিং বিষয়ক মন্ত্রণালয়ের পলিসিগত ডেভেলপমেন্টের দায়িত্ব পেয়েছেন। ব্রিটিশ পার্লামেন্টের পাঁচবারের এমপি রুশনারা আলী ২০১০ সালে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি হিসেবে এমপি নির্বাচিত হয়ে বৃটেনে বাংলাদেশীদের জন্য ইতিহাস রচনা করেন। রুশনারা আলী বিরোধী দলে থাকলেও সরকারের নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
যুক্তরাজ্যের পার্লামেন্টে ৫ম বারের মতো নির্বাচিত এমপি রুশনারা আলী এবার মন্ত্রী হয়ে আবারও রেকর্ড গড়লেন। গত নির্বাচনের আগে ২০১০ সাল থেকে টানা চার বার ব্রিটেনে এমপি নির্বাচিত হন রুশনারা আলী। ২০১০ সাল থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।এরপর২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন তিনি।এদিকে একই দিনে সরকারের সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক।##
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.