নড়াগাতীর সংবাদ ডেক্স
০৬ ডিসেম্বর বুধবার বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল কর্তৃক ডাকা দেশব্যাপী চলমান অবরোধে খুলনা মহানগরী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তামূলক পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থা সরেজমিনে তদারকি করেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়।
বুধবার ভোর হতেই অন্যান্য দিনের মতই নগরীরবাসীর জীবনযাত্রার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। খুলনা মহানগরীর বাস স্ট্যান্ড, রেল স্টেশন ও নৌ ঘাট থেকে সকল প্রকারের যান যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা সকল ধরনের যান খুলনা মহানগরীতে এসে পৌঁছায়। স্কুল-কলেজ, অফিস-আদালতে গমনাগমন এবং ব্যবসা প্রতিষ্ঠানের চিত্র ছিল অন্যান্য দিনের স্বভাবিক। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মত। পুলিশ কমিশনার মহোদয়ের সরেজমিনে নিবিড় তদারকিতে নগরীর নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থায় জীবনযাত্রার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারায় সন্তোষ প্রকাশ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খুলনা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তামূলক ব্যবস্থার প্রশংসা করেন।
কেএমপি'র পুলিশ কমিশনার মহেদয় এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে মুজগুন্নী বাস স্ট্যান্ড, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, শিববাড়ি মোড়, খুলনা রেল স্টেশন, পাওয়ার হাউজ মোড় এবং ময়লাপোতাসহ শহরের বিভিন্ন অলি-গলি সরেজমিনে পরিদর্শন করেন এবং নিরাপত্তা ডিউটি পোস্ট গুলো তদারকি করেন। তিনি এ সময় যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের চালক-যাত্রী, পথচারী এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন। সর্বোচ্চ সর্তক থেকে জনজীবন স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকলকে অন্তরিকভাবে দায়িত্ব পালনের দিকনির্দশনা প্রদান করেন। যেকোন দুর্ভোগ ও নাশকতা মোকাবেলায় এবং জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশ গণমানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.