সাবিকুন নাহার রুবিনা
১০৬ বছরের ঐতিহ্যবাহী সেবামুলক সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩১৫ বি ১ এর লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রেসিডেন্সি ক্লাবের উদ্যোগে সাভার রুপনগর বেদে পল্লী ও প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের নিম্ন আয়ের পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ও ডেন্টাল ক্যামপে রোগীদের মেডিসিন টুথপেস্ট ব্রাশ বিতরণ করা হয় দ্বিতীয় অধিবেশনে বৃক্ষ রোপণ করাহয় হয়, হালিমা নামের এক নারীর মৃত্যু স্বামীর
দাপন কাফন ও মহিলাদের জন্য তথ্য প্রদান করা হয়, উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন মোঃ লুৎফর রহমান এমজেএফ, ফাস্ট লেডি শিরিন আক্তার রুবি, কেবিনেট সেক্রেটারি লায়ন আসিকুজজামান চৌধুরী ইমন,লিও চেয়ারম্যান লায়ন মামুন আহমেদ, প্রেসিডেন্সি ক্লাবের সভাপতি লায়ন সাহানা মুজিব, সেক্রেটারি লায়ন হেলাল উদ্দিন হেলু, সাভার পৌরসভার কাউন্সিলর রমজান আহমেদ, ট্রেজারার লায়ন ইন্জিনিয়ার নজরুল ইসলাম,লায়ন নাসিমা আলম, ঢাকা নিউ সান ক্লাবের সভাপতি লায়ন জয়া জাহান চৌধুরী ধলেশ্বরী ক্লাবের সভাপতি লায়ন আশফাক আহমেদ চৌধুরী,লায়ন উজ্জ্বল হোসেন, লায়ন শরিফুল ইসলাম,লায়ন কাজল , লায়ন কাশফিয়া, জেলা লিও সেক্রেটারি সহ অন্যান্য লিও বৃন্দ।