সাইফুল আলম দুলাল (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া)া আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহম এড. এম জুবেদ আলীর ২য় মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৬ এপ্রিল) উপজেলার নওপাড়া ইউনিয়নে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সুমনের সঞ্চালনায় ও নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জোসনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আলমগীর হাসান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শামসুল কবির খান , নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. সারোয়ার জাহান কাউসার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আমিরুল ইসলাম তুষার ।
এছাড়াও নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম জাহাঙ্গীর চৌধুরী, চিরাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা আক্তার প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.