দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়ন সাতক্ষীরার তিন নারী ফুটবলারদের গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেমসহ অন্যরা। অনুষ্ঠানে তিন কৃতি খেলোয়াড়দের প্রত্যেককের হাতে ১ লাখ টাকার চেক এবং ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, নারীরা প্রাগতৈহাসিক সময় থেকেই বঞ্চিত হয়ে আসছে। নিপীড়িত হয়ে আসছে। সেখান থেকে বের হয়ে সাতক্ষীরার তিন নারী ফুটবলার সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিতি করিয়েছে। এটি গর্বের বিষয়, প্রত্যেকের স্বপ্ন থাকে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। পরিশ্রম করতে হবে। সাতক্ষীরার সুনামের জন্য প্রত্যেকই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.