বিশেষ প্রতিনিধি- সাকিব আল হাসান।
সাতক্ষীরা তালা থানার অন্তরগত ইসলামকাটি ইউনিয়ান পরিষদের সামনে দুই সাংবাদিকের উপর অতর্কিত হামলা করে আহত করেছে যুবদলকর্মী পরিচয় দানকারী সন্ত্রাসী রমজান সরদার(৩৬)। সে ঢ্যামসাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে। আহত সাংবাদিকরা হলেন, জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আক্তারুল ইসলাম ও স্থানীয় পত্রিকার সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি মোঃ আতাউর রহমান। এ ঘটনায় আহত দুই সাংবাদিকদের তালা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২টায় ইসলামকাটি ইউনিয়ান পরিষদে জমিজমা বিরোধ সংক্রান্ত সালিশের ধার্য দিনে বাদি পক্ষের ডাকে ওই সাংবাদিকরা উপস্থিত হয়।
সালিশ শুরু হওয়ার পূর্বেই দেশিয় অস্ত্র সহ ওতপেতে থাকা সন্ত্রাসী রমজান সরদার(৩৬) তাদের উপর হামলা করে। এ ঘটনায় সাংবাদিক আক্তারের মাথায় গুরুতর যখম করা হয় ও সাংবাদিক আতাউরকে কিলঘুসি মেরে আহত করে। সাংবাদিক আক্তারুল ইসলাম বলেনঃ ইসলামকাটি ইউনিয়ান পরিষদে আমার এক আত্নীয়র বিরোধ মিমাংশার শালিশে আমি ও আতাউর হাজির হওয়ার সাথে সাথে কোন কিছু বুঝে উঠার আগেই পিছন দিক থেকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে আমার মাথা ফেটে গুরুতর যখম হয়। পরেই সাংবাদিক আতাউরকে সন্ত্রাসী রমজান সরদার সহ কয়েকজন মিলে পিটিয়ে আহত করে। স্থানীয়দের সহযোগিতায় তালা হাসপাতালে ভর্তি হই। এবিষয়ে জানতে চাইলে সন্ত্রাসী রমজান বলেনঃ উক্ত সালিশে কোন সাংবাদিকদের উপস্থিত থাকতে নিশেধ করার পরেও কোন তারা সোখানে আসলো? এই জঘন্য ঘটনার তিব্র নিন্দা জানিয়ে তালা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও বিক্ষোব সমাবেশ করে।
এই ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর স্বাস্তির দাবি জানানো হয়। "সাংবাদিক অধিকার বাস্তবায়ন সংস্থার" পক্ষ থেকে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যপারে সংগঠনের পক্ষ থেকে সকল সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়েছে। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন বিষয়টি শুনে ঘটনাস্থাল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.