সাংবাদিক হতে চান? আসেন দেখি সাংবাদিক হওয়ার জন্য কি কি প্রয়োজন, হাজারো পেশার মধ্যে সাংবাদিকতা একটি মহৎ ও সম্মানজনক পেশা। তবে এর সঙ্গে আর অন্য দশটি পেশার পার্থক্য অনেক। একজন ভালো ও পেশাদার সাংবাদিক হওয়ার জন্য কি কি প্রয়োজন?
আজকের প্রতিষ্ঠিত ও সম্মানিত সাংবাদিকদের অনেকেই বিভিন্ন বিষয়ে পড়াশুনা করে এসেছেন, ভালো সাংবাদিক হওয়ার জন্য সাংবাদিকতা বিভাগে পড়তে হবে এমনটা জরুরি নয়। তবে বিষয়টি পড়া থাকলে একজনক ভালো সাংবাদিক হতে তা অবশ্যই সাহায্য করে।
সাংবাদিক হতে হলে নূন্যতম যেসব গুণ থাকা দরকার- শিক্ষা, সিদ্ধান্ত, সততা , ব্যক্তিত্ব, ব্যবহার, সাহসিকতা, বস্তুনিষ্ঠতা, অধ্যবসায়, নিয়মানুবর্তিতা, যোগাযোগ, দায়বদ্ধতা, বিচক্ষণতা, ইত্যাদি।
বর্তমানে অধিকাংশ সাংবাদিক কে দেখা যায় জুয়াড়ী, মদখোর, গাঁজাখোর, নারি কেলেঙ্কারি ইত্যাদি বিষয়ের সাথে জড়িত। এই যোগ্যতা নিয়ে গলায় সাংবাদিক কার্ড নিয়ে ব্যবসা করে। যা সাংবাদিকদের জন্য খুবই দুঃখ জনক। আমি বাংলাদেশের সমস্ত সম্মানিত সম্পাদক সাহেবদের কাছে বিশেষ আবেদন সম্মানিত পেশাটাকে গাঁজাখোর মদখোরদের সাংবাদিক কার্ড দিয়ে পেশাটাকে কলঙ্কিত করবেন না।
ধন্যবাদান্তে
মোঃ মামুন হাচান, কো-অর্ডিনেটর, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন