নড়াইলে একই আঙিনায় মসজিদ-মন্দির, নামাজ ও পূজা চলছে নির্বিঘ্নে। নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায় প্রায় চার দশক ধরে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করছে। ছোট্ট একটি মাঠের একপাশে মসজিদ আর অন্যপাশে মন্দির। সময় হলে কেউ যাচ্ছেন নামাজে,আর কেউ যাচ্ছেন দেবী দর্শনে। স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করছেন সবাই।
স্থানীয় সূত্রে জানা যায়,নড়াইলের পুরান সাব রেজিস্ট্র কার্যলয়টি ছিল মহিষখোলায় । সেই কার্যালয়ের পাশে ১৯৮৫ সালে মহিষখোলা পুরাতন সাব রেজিস্ট্র জামে মসজিদ নামের এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। পরে সেই মহিষখোলায় ১৯৯২ সালে নতুন করে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। আর ১৯৮০ সালে প্রতিষ্ঠা করা হয় মহিষখোলা সর্বজনীয় পূজা মন্দির। নিজস্ব জাগায় মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে।
নড়ালের চিত্রা নদীর পাড়ে একটি ছোট্ট একটি মাঠ। মাঠের পশ্চিম পাশে মসজিদ, আর উত্তর পাশে রয়েছে মন্দিরটি। স্থানীয় লোকজনের সাথে কথা হলে, তারা বলেন শান্তিপূর্ণভাবে আমরা হিন্দু – মুসলিম একই পরিবারের সদস্য হিসেবে বসবাস করৈ আসছি। প্রত্যেকেই নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল। মহিষখোলা পুরাতন সাব রেজিস্ট্র কার্যালয় জামে মসজিদের ইমাম মো. ইনামুল ইসলাম বলেন, আমরা মন্দির কমিটিকে আমাদের নামাজের সময়সূচি দিয়েছি। তারা নামাজের সময় মন্দির কমিটি তাদের কার্যক্রম সীমিত রাখেন। নামাজ শেষ হলে স্বাভাবিক নিয়মেই পূজার কাজ চলে। আমরা সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করছি।
মহিষখোলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শুভংকর সরকার ট্রুপাল বলেন, এই এলাকায় মুসলমান সম্প্রদায়ের মানুষ বেশি হলেও কখনোই আমাদের পূজা করতে কোনো সমস্যার সম্মুখীন হই না৷ আমরা সবাই মিলেমিশে দীর্ঘদিন ধরে বসবাস করছি।
এ বিষয়ে জামে মসজিদের ইমাম ইনামুল ইসলাম বলেন,আমাদের মন্দির এবং মসজিদ পাশাপাশি। আমাদের এখানে কোন সমস্যা ইতিপূর্বে হয় নাই আগামীতেও ইনশাআল্লাহ হবে না।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.