কে এম হুমায়ুন কবীরকে সভাপতি ও মোল্লা ফরিদ আহমেদকে সাধারণ সম্পাদক করে বিএনপির খুলনা সদর থানা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) শহীদ হাদিস পার্কে বিএনপির খুলনা সদর থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে এ কমিটি গঠন করা হয়। সম্মেলন উদ্বেধন করেন মহানগর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট শফিকুল আলম মনা।
সম্মেলনে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ওই দেশের গোয়ন্দা ‘র’ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদেও উস্কানির বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। জুলাই-আগষ্টের যে আন্দোলন হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এমন নজির বিহীন আন্দোলন গত দেড়শ’ বছওে পৃথিবীর মানুষ দেখেনি। এ আন্দালনে শহীদদের ঋণ শোধ করতে হবে। সরকার কঠিন সময় পার করছে। এ আন্দালনে প্রাথমিক বিজয় হলেও চুড়ান্ত বিজয় হয়নি। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।
বক্তারা আরো বলেন, বর্তমান অর্ন্তবর্তী সরকার দেশী-বিদেশী যড়যন্ত্রের শিকার হচ্ছে। আমরা চাইনা এ সরকার ব্যর্থ হোক। বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও স্বৈরাচার আওয়ামীলীগের দোসররা বসে আছে। তাদের চিহ্নিত করে যথাসম্ভব তাড়াতাড়ি সংস্কার করে নির্বাচন দিতে হবে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ শামিমুর রহমান শামিম। বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, সাবেক মহিলা সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.