বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্ঠা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল আলম মঞ্জুর নির্দেশনায় চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দল আকবর শাহ থানা কমিটির উদ্যােগে মাদক সন্ত্রাস চাঁদাবাজির প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
প্রতিবাদ সভাটি আজ বিকালে নগরীর কর্ণেল হাট মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অলংকার মোড়ে সমাপ্ত করা হয়। প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন আকবার শাহ থানা এলাকায় মাদক,, সন্ত্রাস, চাঁদাবাজি চললে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। সে সাথে সামাজিক ভাবে এসব কর্মকান্ড বয়কট করার জন্য এলাকার জনসাধারনের প্রতি উদ্ধাত্ত আহবান জানান এবং বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা এলাকায় নৈরাজ্জ সৃষ্টি, ভাংচুর, লুটপাট করছে তাদের কঠোর হুশিয়ারি দেন উপস্থিত নেতৃবৃন্দ।
এ সময় আকবর শাহ থানা শ্রমিক দলের সিনিয়ার সহ সভাপতি মো হেলাল উদ্দিন মিয়া, সহ-সভাপতি মো সানজিত, মো করিম, সাধারণ সম্পাদক মো নূরুল আলাম সুজন, সহ সাংগঠনিক সম্পাদক মো মাসুদ, ওসমান, ইসমাইল, আরে উপস্থিত ছিলো পাহাড়তলী থানার শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মো আবদুল খালেক, সাধারণ সম্পাদক আবুল বশর, সাংগঠনিক সম্পাদক মো সোহেল ও আকবর শাহ থানার মটর শ্রমিক দলের সভাপতি মো ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মো জুয়েল সহ অন্যন নেতাকর্মী উপস্থিত ছিলেন।