1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র সভাপতি শামীম আখতার মুকুল এর সুস্থতা কামনা  আজ ২৪ ডিসেম্বর থেকে ঢাকা-খুলনা নতুন রুটে যাত্রীবাহী ট্রেন চলবে। অটোরকিশার ব্যাটারি চুরি, মাইকিং করে ক্ষোভে ঝারলেন যুবক ঠাকুরগাঁওয়ের জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুমকি উপজেলায় মাওলানা আ,মজিদ হুজুরের মৃত্যু গোপালগঞ্জের উপর দিয়ে ট্রেন চলাচলকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।  রিয়াদুল জান্নাহ্ হিফৃয মাদরাসার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত। এনআইডির তথ্য বেহাত, বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন ওজোপাডিকোর দুর্নীতি তদন্তে দুদকের অভিযান পানামা খাল নিয়ন্ত্রণে নেয়ার হুমকি ট্রাম্পের

শেখ হাসিনা দেশে যে উন্নয়নের চমক দেখিয়েছেন তা স্বাধীনতার পর কোন সরকারের আমলে সাধিত হয় নি

সাগর
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধি

খুলনা-০৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস সালাম মূর্শেদী বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়।

দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করে আইনশৃঙ্খলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা হয়। তিনি আর বলেন শেখ হাসিনা দেশে যে উন্নয়নের চমক দেখিয়েছেন তা স্বাধীনতার পর কোন সরকারের আমলে সাধিত হয় নি।

তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে আবারো নৌকার বিজয় ছিনিয়ে আনার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি ২২ শে ডিসেম্বর শুক্রবার দুপুর ১টার দিকে তেরখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

আওয়ামী লীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন , খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড.এম এম মুজিবুর রহমান , জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু , জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড: মোঃ মোস্তাফিজুর রহমান কালু , মহানগর যুবলীগের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান পলাশ , জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার।

সভায় অন্যান্যের বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন , ইউপি চেয়ারম্যান যথাক্রমে শেখ মোঃ মোহসিন, কৃষ্ণ মেনন রায় ও বুলবুল আহমেদ, আওয়ামীলীগ নেতা চৌধুরী আবুল খায়ের, মোঃ আব্দুস শুকুর শেখ , শেখ তবিবুর রহমান , হাজী মকবুল হোসেন , অনাদি মোহন বিশ্বাস ও যুব নেতা আব্দুল কাদের সুজ্জল।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park