মোঃ আনোয়ার হোসেন জীবন
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার সদর থানার একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুন বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি থানাধীন শাপলা চত্ত্বর হতে ১০০ গজ দক্ষিণ দিকে শহীদ কাদের সড়ক পলাতক আসামী মোঃ মামুনুর রশিদ (৩৫) এর অপ্পো ও শাওমি সোহেলা ইলেকট্রনিক্স শোরুমের ভিতরে ষ্টোর রুমের মধ্যে পৌঁছাইলে পুলিশের উপস্থিত টের পেয়ে আসামী- মোঃ মামুনুর রশিদ (৩৫), পিতা- মৃত ইলিয়াছ সওদাগর, সাং- রুখাই চৌধুরী পাড়া (চাউল ব্যবসায়ী জনৈক সুমন এর বাসার ভাড়াটিয়া), ০৯নং পৌর ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, থানা- খাগড়াছড়ি সদর, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা কৌশলে পালিয়ে যায়। উপস্থিত লোকজনকে সাথে নিয়া পলাতক আসামীর অপ্পো ও শাওমি সোহেলা ইলেকট্রনিক্স শোরুমের ভিতরে ষ্টোর রুমে তল্লাশীকালে ০৩ (তিন) টি সাদা কার্টুন এর ভিতর রক্ষিত ইংরেজিতে প্রতিটি কার্টুন এর গায়ে SILVER NANO-ORIS লেখা বিদেশী সিগারেট ১৪৫ কার্টুন, যাহার মূল্য অনুমান (১০০০x১৪৫)= ১,৪৫,০০০/- (এক লক্ষ পয়ঁতাল্লিশ হাজার) টাকা জব্দ করা হয়।
বর্ণিত ঘটনার বিষয়ে আসামীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের অভিযান চলমান আছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.