শীত পড়তেই সিরাজগঞ্জের তাড়াশে ভ্যান গাড়িতে করে ঘুরে ঘুরে দেশি-বিদেশী বিভিন্ন প্রজাতির ফুলের চারা বিক্রি হচ্ছে। শীতের মৌসুমে বাড়ির শোভা বাড়াতে গাছ কিনতে ভিড় ফুল প্রেমীদের। স্থায়ী ফুলের দোকানের পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে বসেছে ফুলের অস্থায়ী দোকান। গাছগুলি ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।
গাঁদা ফুলের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে চন্দ্রমল্লিকা, ডালিয়া, গেজেনিয়া, জারবেরা সহ বিভিন্ন প্রজাতির মরশুমী ফুল। শীতের মরশুম পড়তেই চারা কেনার হিড়িক পড়েছে শহরের প্রতিটি দোকানে।
রাজু নামে এক বিক্রেতা জানান, শীতের মৌসুমে পৌষ, মাঘ ও ফাল্গুন মাস জুড়ে চলে ফুলের চারা বেচা-বিক্রি। বিভিন্ন হাটে অনেক মৌসুমী ব্যবসায়ী চারা বেচা-বিক্রি করে বাড়তি আয় করেন। অনেক ফুল চাষী নিজেদের নার্সারীতে চারা উৎপাদন করে হাটে বিক্রি করেন। অনেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুলের চারা সংগ্রহ করে ঘুরে ঘুরে বিক্রি করেন। শহরের মোড়ে মোড়ে ভ্যানে করে ফুলের চারার আকর্ষণীয় পসরা সাজিয়ে বিক্রি করেন।
কাজলী দাস নামে এক ক্রেতা জানান, বাড়ির সৌন্দর্যয়ন বাড়াতে ফুল গাছ লাগায়। এবারো চারা কিনতে এসেছি। তাছাড়া গাছ লাগানো পরিবেশের পক্ষে ভাল। তাই সকলকে গাছ লাগানো উচিৎ।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.