ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার
সারাদেশে শীত জেঁকে বসেছে।কনকনে শীতে কাঁপছে সারা দেশ। এতে দেশের অন্যান্য স্থানের ন্যায় চরম বিপাকে পড়ছে খুলনার দিঘলিয়া উপজেলার গরিব-দুঃখী শীতার্ত মানুষ। খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ ডিসেম্বর মঙ্গলবার মানুষের দ্বারে দ্বারে গিয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন দিঘলিয়ার ইউ এন ও আরিফুল ইসলাম।
খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম উপজেলার অন্যান্য অফিসারদের সঙ্গে নিয়ে বিকাল ৩টায় উপজেলার সেনহাটি ইউনিয়নের জাকারিয়া দারুল উলুম মাদ্রাসার ৪৩ জন এতিম ছাত্রছাত্রীদের মাঝে এবং চন্দনী মহলের কাঁটাবন আশ্রয়ন প্রকল্পে বসবাসরত গরিব- দুঃখী, ছিন্নমূল ৬৩ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
বেশ কয়েকদিন ধরে দিঘলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামকে তার নিজ হাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করতে দেখা গেছে।
শীতার্ত ছিন্নমূল মানুষের শীত নিবারণের জন্য গভীর রাতে এবং দিনে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। প্রতি রাতে এবং দিনে এই মানবিক ব্যক্তিটি গরিব-দুঃখী, ছিন্নমূল শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করছেন।
কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য কর্মকর্তা সাইদা খাতুন, উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা জহিরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা প্রমূখ।