শীতার্তদের মাঝে কালিয়া প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ।
উজ্জল শেখ কালিয়া উপজেলা প্রতিনিধি
কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল কারো কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে এটাই সর্বনাশ।
শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা নানান শীতের পোশাক কিনতে পারে। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।
শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে বরাবরের মতো এবারও অসহায় ও দুস্থ মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে কালিয়া প্রেসক্লাব।
এরই অংশ হিসেবে আজ সোমবার (০৮ জানুয়ারি) কালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন কালিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শাহি।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে তিনি বলেন বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। তিনি আরো বলেন কালিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে আমাদের এ ধরনের উন্নয়ন মূলক কাজ চলমান থাকবে।
এ সময় কালিয়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক দৈনিক খবরের জেলা প্রতিনিধি শেখ ফসিয়ার রহমান, দৈনিক খুলনা টাইমসের প্রতিনিধি মোহাম্মদ উজ্জল শেখ, দৈনিক গণতদন্ত্রের প্রতিনিধি পুলক কুমার ঘোষ, নড়াইল কন্ঠের প্রতিনিধি মাহিদুল ইসলাম, সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধি বিন্দিয়া খানম।