মোঃ আলমগীর হোসেন জয় রামগঞ্জ প্রতিনিধি
ঈদে আপনার সোনামণিদের পছন্দের কেনাকাটার জন্য রামগঞ্জের বুকে বহুল পরিচিত সুনামধন্য মার্কেট দিয়া শপিং কমপ্লেক্স এর ২য় তলায় শিশু মেলা শপ নিয়ে এলো বাচ্চাদের সেরা ব্যান্ড উন্নতমানের পোশাক সামগ্রী, এখানে রয়েছে দেশি-বিদেশি সেরা ব্যান্ডের প্যান্ট, ক্রেতাদের চাহিদা সম্পন্ন উন্নত মানের গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি, ওয়ান পিস, থ্রি পিস ও জ্যাকেট সহ যাবতীয় হরেক রকমের বাহারি পোশাক সামগ্রী খুচরা সুলভ মূল্যে বিক্রয় করা হয়।শিশুমেলা শপ এর পরিচালক ফিরোজ আলম জানান, আমাদের এখানে রামগঞ্জ বাজারের প্রত্যক্ষ অঞ্চল থেকে ক্রেতারা এসে বিড় জমায়,কারন আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর মানুষের চাহিদা অনুসারে শিশু বাচ্চাদের জন্য মনমুগ্ধকর ও আকর্ষণীয় ভালো ব্যান্ডের পোশাক আমরা কালেকশন করে থাকি। ক্রেতাদের চাহিদা অনুসারে রয়েছে সুবর্ণ সুযোগ,আমাদের প্রতিষ্ঠান থেকে উন্নত মানের পোশাক সামগ্রী সুলভ মূল্যে ক্রয় করে,আপনার কোমলমতি শিশুটিকে খুশি করতে পারবেন। এবং রয়েছে জিয়া শপিং এর পক্ষ থেকে রেফেল ড্রয়ের সুব্যবস্থা, প্রতি ৫০০ টাকার পণ্য ক্রয় করলেই আপনি পাবেন একটি রেফেল ড্রয়ের টিকেট, যা লটারির মাধ্যমে আপনার ভাগ্য নির্ধারণ করা হবে, এবং বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় মূল্যবান পুরস্কারের ব্যবস্থা।
তাই আর দেরি নয় আজই চলে আসুন আপনার সোনা মনির পছন্দের কেনাকাটার জন্য আমাদের ভুবন জিয়া শপিং কমপ্লেক্সের শিশু মেলা শপে, সুলভ মূল্যে আমরা দিচ্ছি ক্রেতাদের মনমুগ্ধকর চাহিদা সম্পন্ন উন্নত মানের দেশি-বিদেশি ব্র্যান্ডের পোশাক সামগ্রী , রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্স ২য় তলায় শিশু মেলা শপ এ আপনাদেরকে স্বাগতম। মানসম্পন্ন, কোয়ালিটি সম্পূর্ণ সুতাতে তৈরি, গার্মেন্টস প্রোডাক্ট, শিশু মেলা শপ সীমিত লাভে আপনাদেরকে দিচ্ছে, সন্তুষ্টজনক পোশাক সামগ্রী ।তাই আজই যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারে, চলে আসুন আমাদের ভুবনে দেখে শুনে পছন্দ করে নিন আপনার প্রিয় বাচ্চাদের পোশাক। যোগাযোগ রামগঞ্জ বাজার, জিয়া শপিং কমপ্লেক্স ২য় তলা দোকান নং ২১ শিশু মেলা শপ, রামগঞ্জ লক্ষ্মীপুর।
যোগাযোগের ঠিকানা :
প্রোপাইটর : মো:মনির হোসেন ,পরিচালনায় :ফিরোজ আলম জিয়া শপিং কমপ্লেক্স (২য় তলা)দোকান নং ২১, রামগঞ্জ, লক্ষ্মীপুর মোবাইল : ০১৯৭৮৭৯৯৫৩০, ০১৭৭৬২০৬৯৮৫।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.