1. admin@naragatirsangbad.com : admin :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা মেডিকেলে অনিয়ম-দূর্নীতির প্রমান পেয়েছে দুদক, কর্মচারী বরখাস্ত। নারী মাদক ব্যবসায়ী‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‍্যাব-৬। খুলনায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে র‌্যাফেল ড্র নামে জুয়ার টিকিট, নিঃস্ব হচ্ছে মানুষ লোহাগড়ায় চুরির ঘটনায় ২৫ বছরের এক যুবক গ্ৰেফতার খুবির সাই‌টে স্কুলের ৭ মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান খুলনায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিনাইদহ সীমান্তে ভারতীয় যুবক আটক খুলনায় সাদপন্থী সন্ত্রাসীদের নিষিদ্ধের দাবিতে গণজমায়েত ও স্মারকলিপি প্রদান খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে দাকোপে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

শাহজাহান ওমরের আসনে সরে দাঁড়ালেন মনিরুজ্জামান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত আলোচিত প্রার্থী ব্যরিস্টার মুহম্মদ শাহজাহান ওমরের মূল প্রতিদ্বন্দ্বিতাকারী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এম মনিরুজ্জামান তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এ আসনটিতে নৌকা প্রতীক নিয়ে শাহজাহান ওমরের নির্বাচিত হওয়ার পথ আরও সুগম হয়েছে বলে ধারণা স্থানীয় ভোটারদের।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষনা দেন মনিরুজ্জামান। এ সময় তার সঙ্গে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজসহ দলীয় নেতা-কর্মীদের অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান বলেন, ‘কারও চাপে নয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে মেনে নিয়ে নৌকার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আর তাই আমি আমার নিজের প্রার্থিতা থেকে সরে দাঁড়ালাম।

এর আগে গত ১৮ ডিসেম্বর এক সভায় শাহজাহান ওমরের পক্ষে নির্বাচনে কাজ না করার সিদ্ধান্ত নেয় রাজাপুর উপজেলা আওয়ামী লীগ। এ আসনে আওয়ামী লীগের শক্ত প্রার্থী ঈগল প্রতীকের মনিরুজ্জামানকে বিজয়ী করার লক্ষ্যে সভায় সিদ্ধান্ত গ্রহণ করে রেজুলেশন করা হয়। এই খবর গণমাধ্যমে প্রচার হওয়ার একদিন পর ২০ ডিসেম্বর রাতে রাজাপুর কাঠালিয়া দুই উপজেলা আওয়ামী লীগের সঙ্গে শাহজাহান ওমরের দ্বন্দ্ব মেটাতে বরিশালে সমঝোথা বৈঠক করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

ওই বৈঠকের পর দলীয় নেতারা শাহজাহান ওমরের পক্ষে ভোট চাইতে নামেন। বৈঠকের ৫ দিন পর ২৬ ডিসেম্বর নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করলেন আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park