স্টাফ রিপোর্টার আরফাত সিকদার
লোহাগাড়া থানার তৎকালীন ওসি রাশেদুল ইসলাম এর নেতৃত্ব। সাইফুল ইসলাম (৩৩) নামে গত ১৬ দিন আগে কলাউজান ইউনিয়ন বাংলাবাজার থেকে গ্রেপ্তার করা হয়
পরবর্তীতে তাকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে যাওয়া হলে ঐ আসামি সাইফুল ইসলাম পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা হাজত থেকে পালিয়ে যাই সাথে সাথে তৎকালীন ওসি রাশেদুল ইসলাম ও ডিউটি অফিসার সহ চারজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে।
দীর্ঘ ১৬ দিন পর সে কুখ্যাত সন্ত্রাসী সাইফুল কে চট্টগ্রাম বাঁশখালী থানা, বাহার ছাড়া ইউনিয়ন গ্রহীন জঙ্গল থেকে গত রাত লোহাগাড়া থানার একটি বিশেষ অভিযান টিম পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
লোহাগড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন সেই কুখ্যাত সন্ত্রাসী দালাল সাইফুল এর নামে লোহাগাড়া থানায় কয়েকটি নাশকতার মামলা রয়েছে এবং বিভিন্ন নারী হয়রানি ও ইয়াবার মামলাও রয়েছে তাকে ইতিমধ্যে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।