মনির খান বিশেষ প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া পৌরসভায় আগামী ২৬ অক্টোবর ২০২৪, রোজ শনিবার লোহাগড়া পৌর বিএনপি’র বহুল প্রতীক্ষিত কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পৌর এলাকার ভোটারদের মধ্যেও আনন্দ উল্লাস দেখা যাচ্ছে।
উক্ত নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জহিরুল ইসলাম (জহির) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি লোহাগড়া পৌর বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তার অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে জনগণের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার প্রতীক গোলাপ ফুল, যা ইতোমধ্যেই সাধারণ ভোটারদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
মোঃ জহিরুল ইসলাম (জহির) বলেন, “আমি সবসময় লোহাগড়া পৌরসভার জনগণের পাশে ছিলাম এবং আগামীতেও থাকব ইনশাল্লাহ। সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করার সুযোগ পেলে দলের গঠনমূলক উন্নয়ন এবং সংগঠনকে সুসংগঠিত করে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করব। আমার লক্ষ্য শুধু নির্বাচন জয় নয়, বরং লোহাগড়া পৌর বিএনপিকে একটি আদর্শ সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা।”
তিনি পৌরসভার সম্মানিত ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, “২৬ অক্টোবর আপনার মহামূল্যবান ভোটটি গোলাপ ফুল প্রতীকে দিয়ে আমাকে জয়যুক্ত করুন এবং লোহাগড়া পৌর বিএনপিকে নতুন গতিতে এগিয়ে নিতে সহযোগিতা করুন।”
নির্বাচন উপলক্ষে লোহাগড়া পৌর বিএনপির নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। প্রার্থী ও তার সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালাচ্ছেন এবং ভোটারদের সমর্থন চাইছেন। শহরে পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে। পুরো পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
লোহাগড়ার সাধারণ জনগণ আশা করছে, এই নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের জন্য নয়, বরং সংগঠনের ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শনের একটি সুযোগ। তারা প্রত্যাশা করছেন, নির্বাচনের মাধ্যমে এমন নেতৃত্ব উঠে আসবে যারা দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের পাশে থেকে কাজ করবে।
আগামী ২৬ অক্টোবর লোহাগড়া পৌর বিএনপি’র এই গুরুত্বপূর্ণ নির্বাচনে সকল ভোটারকে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন।